‘রোবোসাব ২০২৩’ -এ ফাস্ট রানার্সআপ ‘ব্র্যাকইউ ডুবুরি’
আন্তর্জাতিক রোবো ন্যাশন প্রতিযোগিতা ‘রোবোসাব ২০২৩’ -এ ফাস্ট রানার্সআপ হয়েছে বাংলাদেশের প্রথম স্বনিয়ন্ত্রিত ডুবোযান ‘ডুবুরি’। একইসঙ্গে জিতে নিয়েছে উদ্ভাবনী দক্ষতায় সেরার সম্মাননা ইনজিনুইটি স্পেশল অ্যাওয়ার্ড। ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগেতো অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিলো বিশ্বের ৩৫টি দেশের ন্যাশনাল টিম। এইইউভিএসআই ফাউন্ডেশনের আয়োজনে যুক্তরাষ্ট্রের নেভাল ইনফরমেশন ওয়ারফেয়ার সেন্টার প্যাসিফিকে অনুষ্ঠিত হয় এবারের আসর। ৬ আগস্ট ঘোষণা করা হয় চূড়ান্ত ফল।
এই সফলতা ছুঁতে টানা এক মাস লড়াই করতে হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত অত্যাধুনিক রোবট। নদীর তলদেশে পৌঁছে উদ্ধার কাজ করার পাশাপাশি প্রয়োজনে গবেষণাও করতে পারে ‘ব্র্যাকইউ ডুবুরি’।
এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সিঙ্গাপুরের দল ‘বাম্বল বি’। তৃতীয় হয়েছে ইউনিভার্সিটি অব অ্যালবার্টা।
প্রসঙ্গত, ২০১৮ সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের তত্ত্বাবধানে কম্পিউটারবিজ্ঞান এবং তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের একদল শিক্ষার্থী ব্র্যাকইউ ডুবুরি উদ্ভাবন করে। তিন শিক্ষকের একজন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক খলিলুর রহমান।
আর তার অনুজ শিক্ষার্থী এই দলের অন্যতম সদস্য মাহফুজুল হক জানিয়েছিলেন, ‘এই প্রজেক্টে শুরুর দিকে চারজন কাজ করেছেন। সদস্যদের অনেকেই বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে পেশাজীবনে প্রবেশ করেছেন। ফলে প্রজেক্টে যুক্ত হয়েছেন নতুনরা। বর্তমানে আমাদের টিম মেম্বার সংখ্যা প্রায় ৪০।’ রোবটটি কোনও রিমোট ছাড়া সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলে।
ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী কেন্দ্রে ১৭তম বেসিস সফট এক্সপো- ২০২৩ এ প্রদর্শনীতে অংশ নিয়ে অপর এক সদস্য বলেছিলেন, ‘নৌযান দুর্ঘটনায় অনেক ক্ষেত্রে নদীর গভীরে মানুষ ও লঞ্চ হারিয়ে যায়। সেসব গভীরে সাধারণ ডুবুরিদের পক্ষে যাওয়া সম্ভব হয় না। বিষয়টি বেশ ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। এই ক্ষেত্রে ‘ব্র্যাকইউ ডুবুরি’ কার্যকর ভূমিকা রাখবে। এছাড়া গভীর সমুদ্রে কোরাল রিসার্চে সহয়তা করবে এই অটোমেটেড আন্ডারওয়াটার রোবট।’







